You are currently viewing উৎপল দাসের কবিতা

উৎপল দাসের কবিতা

উৎপল দাসের কবিতা

 

এবং সময়

ঘড়িতে আগুন জ্বেলে দেখে নিচ্ছি
ডোরাকাটা দাগ লেগে আছে কি না
অথবা নিভিয়ে দেওয়া বাতিটি
উসকে দিলেই যে তৃপ্তি বাসা বাঁধে
শরীরে-মনে চুপ করে সয়ে নেয়
কিছু অমীমাংসিত শূন্যতা

 

অসমাপ্ত কথারা

সব খুইয়ে বসে আছে
হে নিথির সকাল, মগ্ন দৃষ্টি ও
অহং রেখে যাও
চিতা কাঠের পাশে

পরিবর্তে যেটুকু সংস্কার
নিয়ে যেতে পারো

লোভনীয় মানুষের ভেতরে
নো অ্যাঙ্গার ইস্যু চিপকে
শান্ত সময়কে সমর্পণ করেছে

 

ডাকঘর

চশমার মাঝে বৃত্ত এঁকে
যাবতীয় দুঃখ মুছতে পারলে না
পারলে না ঠোঁটভর্তি অভিযোগ গিলে ফেলতে
এখন হওয়ায় হাওয়ায় আফটার শেভিং-এর মাদকতা
খাট থেকে ঝুঁকে পড়ে দেখছে
জমে যাওয়া নদীটি

এতো উঁচু থেকে
বোঝা যাচ্ছে না
মৃতদেহ গুলো
কী বার্তা বহন করতে চায়

কেবল জ্বলন্ত মাথা থেকে
মন উবে গেছে
শোক কোরো না, জেনো
ভিজতে ভিজতে চোখের জল
মহাশূন্য থেকে মুখবন্ধ গ্রাহ্য করে না

*******************************