You are currently viewing ঈর্ষার পাশে তুমিও জুঁইফুল/ শুভ্র সরকার 

ঈর্ষার পাশে তুমিও জুঁইফুল/ শুভ্র সরকার 

ঈর্ষার পাশে তুমিও জুঁইফুল    
শুভ্র সরকার 
 
ফুলের আশ্চর্য ভেঙে
খাদ্য আর খাদকের শৃঙ্খল ভেঙে বঁড়শির ফাতনায় গাঁথা সুদর্শন পোকা বেরিয়ে পড়বে একদিন। খুলে যাওয়া প্রতিটা দরজা আমাদের দিকে ছুঁড়ে দেবে সন্দেহ— চোখ মুছে, না ফোটা ফুলের দিকে যেভাবে তাকায় ভোরের আলো। আলো একধরনের শৃঙ্খল। আমরা জানি না, ফুল জানে। তাই হয়তো একদিন পায়ের তলায় পেরেক হয়ে ঘুরে দাঁড়াবে। ভোরের মুখের উপর ব’লে দেবে— ফুটবো না।
আমিও, তোমার মুখের উপর অক্ষর ছুঁড়ে দিয়ে, সন্তানহারা মাদী কুকুরের কান্নার দিকে ফিরে তাকাবো—
প্রত্যাবর্তন
মৃত মানুষের হাতেও ছড়িয়ে আছে আয়ুরেখা
তুমি সেই পথ ধরে ফিরে আসো
ফিরে আসো,
যেখানে বাড়ির দরজা জানে না
নিজেকে খুলে দিলে কেউ কেউ ঠিকানা হয়ে যায়
ঢেউ জানে না, ভেঙে যাবে জেনেও কেনো সে ফিরে যায় নদীতীর
মাতৃস্তনে শিশুর নখের আঁচড় বুকে নিয়ে
ভাঙা পাড় জানে শুধু—
তোমার ফিরে আসা, প্রিয়
অন্ধ লোকটার রঙ না জেনে
কুড়িয়ে নে’য়া ফুল।