You are currently viewing ইব্রাহিম আজাদ-এর একগুচ্ছ কবিতা

ইব্রাহিম আজাদ-এর একগুচ্ছ কবিতা

ইব্রাহিম আজাদ-এর একগুচ্ছ কবিতা

 

এলিজির সমাধি

এলিজি ছাড়া আর কিই বা দিতে পারি, বলো?

গভীর অর্থবোধক শব্দ বা বাক্য বা পুরো একটি কবিতা
তোমাকে চিরজনমের মত দিয়ে দিতে পারি!

যেটা দিয়ে তোমার ক্ষুধা মিটবে না
যেটা দিয়ে তোমার কিছুই করার থাকবে না

তবে এটি তোমাকে সজ্জিত করে রাখবে বহুমূল্য অলংকারের মত
কিন্তু এ নিয়ে তোমার মোটেও আগ্রহ নেই

জন্ম থেকেই তুমি বেওয়ারীশ
তোমার নাম ঠিকানা নেই
তোমার জন্মদাতা জন্মদাত্রি নিখোঁজ
তোমার বাড়ি ঘর নেই
ঘাসের পুঁজ আর রক্ত ছাড়া
তোমার প্রিয় জন্মভূমির কোন কিছুর মালিক তুমি নও

নদী ও বৃষ্টি তোমার তৃষ্ণা মেটাতে পারে না
তবু তুমি ভালোবাসার বিরুদ্ধে নও

আর এই কবিতাটিই হয়তো একদিন তোমার সমাধি হবে!

 

কান্নাকাটি বৃত্তান্ত

কান্নাকাটির শুরু জন্মবৃত্তান্ত থেকেই
দু’চোখ নিমিষে নদী হয়ে যেত
বা ঝর্ণা হয়ে যেত অনায়াসে
তারপর থেকে কত রকমের কান্না
গোপন কান্না, দাম্পত্য কান্না
সুখের-দুখের কান্না, আরো কত কি

কান্নারও বয়স বাড়ে একসময়
অবিশ্রান্ত বর্ষণের সামর্থ্যও লোপ পায়
সেই কান্নার জল মা’য়ের হাত ধরে
সাত সমুদ্রে গিয়ে পড়ত
আর এখন মা’নেই, মা’য়ের স্মৃতিও নেই
তবে সমুদ্র তা মানে না
সরাসরি কাছে এসে ভাসিয়ে নিতে চায়!

আর কত কাঁদলে রেহাই দেবে
সেই প্রার্থনা করি পূর্ণিমা রাতে-
যদি কান্নার চীর জনমের ভরা কটাল
মিশে যায় শূণ্যের চিত্রকর্মে!

 

খোঁজাখুঁজি

নদী তীরে গিয়ে বাতাসের বিলাপ শুনি
নদীকে খুঁজে পাইনা
তারপরও নদীর মানচিত্র নিংড়ে, গন্ধ শুকে
চেষ্টা করি তার ঠিকুজি বের করতে

কিন্তু কে যেন অস্ফুট স্বরে বলল-
তোমার কপালেই নদীটি লুকিয়ে আছে
তাড়াতাড়ি সমুদ্রের কাছে যাও…

ধাবমান আমি সমুদ্রের দিকে যত এগোই
ততই দূরে সরতে থাকে
সমুদ্র, নদীকে নিতে চায় আমাকে ছাড়িয়ে
আর আমি এরকম দস্যূতায় ছন্নছাড়া

ভাবি, কিরকম পূণ্য করলে-
নদী আর সমুদ্রের সীমানা মুছে দেয়ার
খ্যাতি অর্জন করতে পারি!

 

এক ক্লিক

এক ক্লিকেই পৃথিবীর পাতা একটা পর একটা উড়াউড়ি শুরু করে
মেইল, হোয়াট্যাপ, টুইটার, মেসেন্জারে নানা রকম পদাবলী উঁকিঝুকি দেয়
কোথাও ক্ষণিক আনন্দ, কোথাও ভয় আতংক, কোথাও বেদনার চিন চিনে ব্যথা
কোনটা ছেড়ে কোনটার কাছে যাই!

আমিও তাৎক্ষণিক কিছু পদাবলী ছেড়ে দিই
জানি এসবের কোনও মূল্য নেই, সময়ের ইন্দ্রপতন!

আমার হাত, পা, চোখ সব বাঁধা ওই ভার্চ্যুয়াল ক্লিকের কাছে
আমি এখন আমার কাছেই ফিরে আসতে চাই

যদি পারতাম এক ক্লিকেই সকল অপহৃত সময়কে ফিরিয়ে আনতে
যদি পারতাম তোমাকেও জীবন্ত ফিরিয়ে নিয়ে আসতে!
দেখাদেখি

আমাকে কেউ দেখে না
অথচ আমার দৃষ্টিতে সমুদ্র কেঁপে উঠে
আর ঢেউগুলো চেনা সৈকতে আছড়ে পড়ে

আমাকে কেউ দেখে না
অথচ আমি অপরকে নিয়ে স্বপ্ন দেখি
অপরের স্বপ্নকে নিজের বলেও অবলীলায় জানান দিই

আমাকে কেউ দেখেও দেখে না
আমি ভাবছি, তারা কি আমার অজান্তে মারা গেছে
আর স্বপ্ন ছাড়াই কবরের নিস্তদ্ধতায় বড় হচ্ছে

আমাকে কেন কেউ দেখেও দেখে না
আমি সব অ্যাপে আমাকে টাঙ্গিয়ে দিয়েছি
যেভাবে বারান্দায় ধোঁয়া কাপড় ক্লিপ দিয়ে আটকে রাখে

আমাকে কি দেখার কেউ নেই
আমি আমার হৃদয়কে গাছেও ঝুলিয়ে দিয়েছি
তারা কি এবার দেখবে নাকি পাখিদের দিকে তাকিয়ে হাততালি দেবে?

আমাকে দেখাদেখির পালা শেষ
আমার হৃদয় থেকে ধোঁয়া উঠছে
হে আমার অতি প্রিয়, মুখোশ খুলে নগ্ন পায়ে এবার কি দেখতে পার ?

*********************