You are currently viewing আত্মপ্রকাশের সামনে – এলিজা খাতুন

আত্মপ্রকাশের সামনে – এলিজা খাতুন

 আমাকে বার বার দাঁড় করাও  ফোকাসে

আমার আকাশ কাঙাল করে সমস্ত বিজলী যেন

ঐ ক্যামেরায় বন্দি করা ! নগ্ন চালার নিচে-

অর্ধেক ডুবে আছি জলকাদায়

অর্ধেক ডুবে আছি মানবিক ত্রাণ-প্রহসনে

 

‘আশ্রয়কেন্দ্র’ নামক যে দারিদ্র্যের সৌধ নির্মিত

তার স্তম্ভের নিচে বাড়ন্ত লুটের গোপন শেকড় !

 

ঘর ভাঙনে ছিন্ন বালক বালিকা, বেঁচেবর্তে থাকা বৃদ্ধ বৃদ্ধা

গৃহপালিত পশু, ব্যাঙ-শামুক সহ গুটি গুটি জমে উঠি-

সড়কের পাশে পিঁপড়ের সারির মতো।

এ সুবাদে আমাদের সারিভুক্ত হয় দু’একটি পথ-সারমেয়

 

এসবে ক্যামেরা তাক করে পুনঃ পুনঃ আমাকে তুলে নিচ্ছো

অসাধারণ সব ডকুমেন্টারী ও স্থিরচিত্রে

 

আমাদের সামান্য খাবারের জন্য

তোমাদের বৃহৎ অংকের বাজেট-বরাদ্দ শুরু হয়ে গেছে

অতিমারী ও ঝড়-বাদলের পূর্বাভাস পাবার সাথে সাথে

 

আর তোমাদের হৃষ্টপুষ্ট থাবার কথা-

খবরের শিরোনাম বহির্ভূত রেখেই

আমাকে বার বার দাঁড় করাও  আত্মপ্রকাশের সামনে

তোমাদের সৃষ্ট তোমাদেরই পরিত্রাণ শিবিরে

 

মুহূর্তে বেড়িবাঁধ ভেঙে আসা জলের তান্ডবে

আমরা কে কখন তলিয়ে যাই…

ক্যামেরার নিরলস ক্লোজশর্ট  পিছু ছাড়ে না তবু !