You are currently viewing দু’টি কবিতা || হিমাদ্রি মৈত্র

দু’টি কবিতা || হিমাদ্রি মৈত্র

দু’টি কবিতা || হিমাদ্রি মৈত্র

বয়ে চলেছি

ভালবাসা খুঁজে খুঁজে
অনেক কবিতা লিখে ফেললাম।
দেখলাম একটা নদী বয়ে যায়
সাগরের দিকে।
নদী বলল,
আমার কাছে বস।
দেখ ভালবাসা।
বয়ে যাচ্ছি, বয়ে যাচ্ছি।

চাঁদ টান দিল সমুদ্রকে।
ফুলে, ফেঁপে একসা!
নদী ভরে দিল,
এক নদী ভালবাসা।
নদীকে বললাম,
সাগরের বুকে আকাশের আলিঙ্গন।
ওতো ছায়া! মায়া!
আর আমাকে দেখ!
সাগর বুক পেতে নিচ্ছে।

বয়ে চল! ভালবাসা বুক পেতে নেবে।

                    ******
জেগে থাকে বিপন্ন বিস্ময়

তার সাথে দেখা হলে বলিব কি
চাঁদ ডুবে গেছে হেমন্তের নিশীথে
কুড়ি কুড়ি বছরের শেষে।
মেঠো ইঁদুরেরা শেষ ক্ষুদটুকু
নিয়ে চলে গেছে গর্তে তাদের।
অথবা প্যাঁচাদের হিমেল চোখ
খুঁজে ফেরে বিষন্ন মূষিক।

বলিব কি চড়াইয়েরা চলে গেছে
বিষময় বাতাস ছেড়ে অন্য কোথাও
প্রকৃত বাতাস খুঁজে নিতে।
পাখীদের গৃহশান্তি নষ্ট করে
শহরের কুৎসিত হ্যালোজেন।
ডিমগুলো নষ্ট হয় অবসাদে,
ভ্রান্ত সময়ের কালে নষ্টভ্রুণ।

তার সাথে বিষন্ন সময়ের কথা
বলিব কি! কুড়ি কুড়ি বছরের
ক্লান্তিহীন ভাললাগা অপার,
তারপর ভালবাসা থেকে যায়,
সময়ের গোধূলিতে বলিব কি
জেগে থাকে বিপন্ন বিস্ময়!
ভালবেসে আমার হৃদয়!
********************

Leave a Reply