You are currently viewing দুইটি কবিতা: হিমাদ্রি মৈত্র

দুইটি কবিতা: হিমাদ্রি মৈত্র

দুইটি কবিতা

হিমাদ্রি মৈত্র

তাকে দিগন্ত ডাকে

স্বপ্ন যেখানে হারিয়েছে পথ,
সেখানে আজ আমি পথ খুঁজি,
ফেলে আসা পথ পিছনেই থাক,
থাক সেথা কোনো‌ কারসাজি।

সময়ের ঘাটে পড়ে থাকে দাগ,
তরঙ্গ স্রোতে মিলিয়ে তা’ যায়।
এমনি করেই রাগ-অনুরাগ,
বয়সের কোনো খাঁজেতে লুকায়।

আমাকে পাথেয় দিও কিছু ভরে,
ভাঙা ঘরদোর, ছেঁড়া মালা থেকে।
এ পথিক যদি পথ খুঁজে ফিরে,
তবু চলে যাবে; তাকে দিগন্ত ডাকে।

আমি শুধু গভীরে নেমেছি

আমাকে স্মৃতির গন্ধে মগ্ন রেখে,
চলে গেলে তুমি,
নদী চলে যায় সাগরের দিকে!
জলভাঙা সিঁড়ি বেয়ে বেয়ে
আমি শুধু গভীরে নেমেছি ।
পর্ণমোচীর পাতা ঝরেও যদি,
শীত শেষে গাছে ফিরে আসে ।
সেরকম তো গাছ নই আমি!
তুমি সেরকম পাতাও নও ।
একবার ঝরে গেলে, চলে যাও।
হয়তো বা অভিমানে,
হয়তো শিকড় খুঁজে হয়রান হয়ে।

অথবা,
তুমি কি সে পাতাও নও!
আলো থেকে কণা নিয়ে,
ভালবাসা শিকড়ে শিকড়ে!
তুমি কি সে নদীও নও!
গন্ডুষ ভরিয়ে দেবে প্রেমে।

*************************

Leave a Reply