You are currently viewing উৎপল দাস-এর কবিতা

উৎপল দাস-এর কবিতা

উৎপল দাস-এর কবিতা

মেটামরফসিস

শব্দ ভাঙে, ভাঙে স্বাদ-আলো
এমনই ভাঙা সম্বন্ধে উঠে আসা জাগরণ থেকে
যখনই চিন্তাশূন্য চাঁদ ওঠে, তুমি আলোকবর্ষ নীচে
ছুঁয়ে দেখলে নিজেকেই, ভাগফলের ভেতর

সবসময় ক্লান্তি লুকিয়ে থাকে না
তাই, তুমি আশ্রম নাও
প্ল্যাটফর্ম-সদৃশ বিশ্রামঘরে কিংবা
নরম খোলসে গুটিয়ে রাখো নিজেকে

হে আমার স্মৃতিকাতরতা,
গতজন্মের আবর্তে লুকিয়ে থাকা গোপনীয়তা
অস্বীকার করে প্রজাপতি হতে পারবে না

স্বাতন্ত্র্য

যেহেতু চোখ বুজলেই আঁধার নামে প্রত্যেক ঘুমে
তবে কি জেগে দ্যাখা স্বপ্ন রঙিন পলাশের মতো
না-কি মহুয়ার বাতাসে মাখানো ঘুমের ওষুধ
সন্ধ্যে নামলেই শুধুই আলোর স্পর্ধা

জেগে ওঠা স্মৃতি, সঞ্চিত বিতৃষ্ণার দ্বন্দ্ব
সবাই তো স্বাধীন; জল পানের থেকেও
অবাক করে যে নাটকটি, তার খসড়ায়
কয়েকটা চরিত্রের নাম ব্যতীত কিছুই নেই
যে যার মতো হাতড়ে বেড়ে ওঠে আপন পরিচর্যায়

গণিত ফুলের পাপড়িতে ভাসছে শুধুই দু-পয়সা
আয়-ব্যয়ের এক্সেল শীট, কতজন শিক্ষা পেল
কতজন আলো পেল— হিসেবের গরমিল
কখনও কখনও অহং-জ্ঞানে একমুঠো
গরম ভাতের রুজি-রুটি তুলে দেয়
নির্বাচিত কবিতার প্রতিফলনে

==============

Leave a Reply