মন-মানচিত্র: উদ্দেশ্য

একটি পূর্নাঙ্গ কবিতা ও কথাসাহিত্যের অন্তর্জাল হিসেবে ‘মন-মানচিত্র’কে প্রতিষ্ঠিত করা। মুক্তচিন্তার বিকাশ ঘটানো ও আদর্শগত আবদ্ধতার বাইরে থেকে মননশীলতার শৈল্পিক উৎকর্ষতায় সক্রিয় ভুমিকা পালন করা।
 

মন-মানচিত্র: লক্ষ্য

বাংলা কবিতা ও কথাসাহিত্যের  বিকাশের লক্ষ্যে সৃজনশীল প্রয়াসকে অন্তর্জালিক পাঠকসমাজের কাছে নিয়ে যাওয়া এবং মননশীল পাঠকসমাজের সাথে লেখকসমাজের সেতুবন্ধন রচনা করা। প্রতিনিয়ত পরিবর্তনশীলতার সাথে সমন্বয় সাধনের মাধ্যমে আধুনিকতা মনস্কতার মিশ্রণে বাংলাসাহিত্যকে সমৃদ্ধ করে তোলা। মাসিক সংস্করণ এবং বিশেষ সংখ্যা প্রকাশ করা। লেখকদের তথ্য সম্ভার সংরক্ষণ এবং স্বকন্ঠ ধারণ করা। বাংলা সাহিত্য সম্ভার অনুবাদে উৎসাহ প্রদান করা। বহুমুখী সৃজনশীল প্রয়াসকে সমন্বিতভাবে উপস্থাপন করা এবং জীবনঘনিষ্ঠ সৃষ্টিশীলতাকে ধারণ করা।

Contact Us