সুহিতা সুলতানা’র তিনটি কবিতা
উপলব্ধি
মধ্যবিত্তের জানালা গলিয়ে
আভূমিতল গোলক
ধাঁ ধাঁ যত ধ্বনির নিকটবর্তী হতে
চায় কণ্ঠলগ্ন
মৃত্যুর বেড়ী অনিবার্য করে তোলে।
মানুষ অভিশপ্ত হতে হতে একদিন
অভিযোজনের
আয়নায় নিজেকে দেখতে পায়!
কী হওয়া উচিৎ
ছিল তা আজ বিবেচ্য বিষয় নয়।
মানুষ হিসেবে
তুমি কতটা গ্রহণীয় হলে সেটাই
দেখবার বিষয় ছিল।
এসব ভাবতে ভাবতে আমি যখন বহুদূর
শরৎ হাওয়ায় স্মৃতির অভিন্ন অভিলাষ
হৃদয়ে সংযোজিত করতে চাইলাম
ঠিক সে মুহূর্তে উপলব্ধি করলাম
ভালোবাসাহীন জগৎ কত মায়াহীন।
রাত্রি ভোর
হয়ে যায় অভিবাসনের উত্তাপ ছড়িয়ে
পড়ে চারদিকে অভিশঙ্কা জেঁকে বসে
মনের অলিন্দে।
মানুষ মূলত একা,নিঃসঙ্গ!
অভিশ্রুতি নতুন করে সংযুক্ত হলেও
অভিরুচি নিয়ত পরিবর্তনশীল।
বিবিধ মননে যেটুকু উপলব্ধি করা যায়
কেবলই প্রপঞ্চ ঈশ্বরিত আগুন
মস্তিষ্কের প্রদৃপ্ত আলো সুদূর মগ্নতায়
স্রোতের মাধুর্যবুকে নিয়ে যে ভেসে
যেতে চায় যাক।
আমিই একমাত্র যার কোনো গন্তব্য নেই!
যত দায়বদ্ধতা তত প্রতীক্ষা যথোচিত
পুষ্পবন আজ আগুনের কঙ্কাল…
কম্পাস
অদ্ভুতভাবে হেলে পড়েছে বিবেক
চেয়ে দেখি কারো মাথা নেই!শূন্যতা
দৌড়ে বেড়াচ্ছে চারদিক।মানুষ মরে
গেলে কিছুই থাকে না। অমরত্ব মৃত্যুর
চেয়েও ভয়ঙ্কর ফাঁপা বেলুনের মতো!
আগুন মেলে দিয়েছে ডানা। বরফের
নিরপেক্ষতা চিরকাল একই রকম!
কম্পাসের কাঁটা ঘুরে গেলে জীবনও
দিকহীন অসাড় পড়ে থাকে।এইযে
অপক্ষমতার চাপে পড়ে ইতিহাস
ঘুরে দাঁড়ায়,ভেঙে পড়ে মেরুদণ্ড
ছুটতে থাকে ধর্মান্ধরা! জীবন কি
আসলে? মুহূর্তগুলো বিশ্বযুদ্ধের দিকে
মুখ করে বসে আছে।শেষমুহূর্ত বলে
কি কিছু আছে? এ সব মতানৈক্যের
মধ্যে কখনো কখনো উদ্বেগ খেয়ে
ফেলে প্রেম।সংকট,সময়,মায়া,
দক্ষতা,স্মৃতি ও অপেক্ষা নিয়ে বসে
আছে প্রস্হান পথের দিকে
অতএব আরম্ভ আছে শেষ নেই।
শেকল
শেকল দিয়ে বাধো না হয় মারো
শামুক হয়ে থাকো!নিজেকে গুটিয়ে
নাও।তর্কে জড়িও না।যা না তা বলতে
যেও না।কে কীরকম তা আজকাল
সস্তা লোকেরা ভালো বোঝে!
সবকিছু জেনে ফেলার মানে জ্ঞান
নয়। তুমি কতটা ডুব সাঁতার জানো
জলের নিচে কতটা সময় দম নিয়ে
থাকতে পারো সেটার মত জ্ঞান যার
আছে সে বেঁচে বর্তে থাকতে পারে
বহুদিন!হারজিতের দুনিয়াতে মরতে
গেলেও টাকা লাগে!তুমি কে হে
জুয়াড়ি?হিসাবের খাতা থেকে
জীবন উল্টে ফেলে অশ্বারোহীদের
শোভাযাত্রায় চমৎকার মিশে যেতে
পারো?এই যে আমি নিমোর্হ হতে হতে
দেয়ালে পিঠ ঠেকে গেছে!লোভের
যাতাকলে জমকালো ঘোড়ারোগ
যে আটকে যায় তারও ভোগান্তি কম
নয় জেনো!স্মৃতিভ্রষ্ট জেনারেলকে
ভালোবাসতে গিয়ে নিজেকে ভাসিয়ে
দিও না!বরং অবজ্ঞা পেছনে ফেলে
অদ্ভুত সহনীয় হয়ে ওঠো!প্রশ্ন থেকে
দূরে থাকো,আধুনিক আইস থেরাপি
স্বপ্নহীন হলেও অধিগম্য বটে!
****************************